সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার মনোরা এলাকায়। জানা গিয়েছে, একটি সরকারি ভলভো শনিবার সকালে কলকাতা থেকে কোচবিহারের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক মহিলা-সহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ২০ জন যাত্রী। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।
তবে, কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত মৃতদের নাম জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালক সুস্থ অবস্থায় ছিলেন কিনা, কাউকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।