ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের পাহাড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল সোজা খরস্রোতা নদীতে। ঘটনাস্থল আলমোড়ার কাছে। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল পৌঁছয় সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
সূত্রের খবর, বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। যার মধ্যে অর্ধেকের মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তবে এই ২০ জনের পরও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, একটি যাত্রীবাহী বাস সোমবার সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনের পথে যাচ্ছিল। বাসটিতে ৪৫ টি সিট আছে। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিল। আলমোড়ার কাছে মারচুলায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর সোজা প্রায় ২০০ মিটার খাদের গভীরে গিয়ে পড়ে। চারপাশটা খরস্রোতা নদী এবং বড় বড় পাথরে ভর্তি। যে প্রকার দুর্ঘটনা ঘটেছে তাতে, কেউই বাঁচবে এমন আশা ছিল না। সঙ্গে সঙ্গে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ২০ জনকে ইতিমধ্যেই মৃত ঘোষণা করা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।