ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক হোমগার্ডের। গুরুতর জখম আরও এক পুলিশ কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হোমগার্ডের নাম সৌভিক সাউ ও আহত পুলিশ কর্মীর নাম তপন দাস। দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। শনিবার সাত সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের গোপীনাথপুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে ক্যাম্প থেকে পুলিশ কর্মী ও হোম গার্ড ডিউটি যাচ্ছিলেন। সেসময়ই পুলিশ কর্মী ও হোম গার্ড দুজনেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। উল্টোদিক থেকে আসা পোলট্রি মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হোমগার্ড সৌভিকের। গুরুতর জখম হন পুলিশ কর্মী তপন দাস। আহত পুলিশকর্মীকে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এরপর ওই পুলিশ কর্মীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মৃত কনস্টেবলের দেহ ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।