মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধোর করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে বনগাঁ থানার শক্তিগড়ের নরোত্তম পল্লী এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর নাম প্রিয়া সেন। মর্মান্তিক এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মৃত ওই গৃহবধূর স্বামীকে আটকে রেখে মারধোর করে। বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁর বাইকও ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর স্বামীর নাম রথীন ঘোষ, পেশায় বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী।অভিযোগ,মদ্যপ অবস্থায় অভিযুক্ত ওই আইনজীবী বাড়ি ঢুকে রোজই মারধোর করত তাঁর স্ত্রীকে। নির্যাতনের মাত্রা এততাই বেড়ে গিয়েছিল যে খেতে পর্যন্ত দেওয়া হত না। এমনকি মারধর করা হত তাঁর দু বছরের মেয়েকেও। মৃত ওই গৃহবধূকে খুনের হুমকি দিত অভিযুক্ত স্বামী। এমনকি শাশুড়ি ও দেওর মিলেও তাঁর ওপর নির্যাতন চালাত বলে অভিযোগ প্রতিবেশীদের।
শুক্রবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হলে তা স্থানীয়দের কানে আসে।আর তারপরেই স্থানীয়রা খবর পায় রথিনের স্ত্রী মারা স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় বনগাঁ থানায়।খবর পেয়ে বনগাঁ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃত ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও প্রতিবেশীদের অভিযোগ মানতে নারাজ গৃহবধূর পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।