দেশ ব্রেকিং নিউজ

দিল্লি চলো ডাক কৃষকদের

কেন্দ্রের সঙ্গে নবম দফার বৈঠকেও রফাসূত্র অধরাই রইল। তাই আরও বৃহত্তর আন্দোলন করার সিদ্ধান্ত নিতে চলেছে দিল্লির কৃষকরা। রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলির কৃষকরা দিল্লির সীমান্তে আন্দোলনে শামিল হয়েছেন। সেই আন্দোলন প্রায় দু’‌মাস হতে চলল। কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ধর্নায় বসেছেন কৃষকরা। এবার সেই আন্দোলনে অন্য রাজ্য থেকেও কৃষকরা এসে যোগ দেবেন বলে খবর।
জানা গিয়েছে, এবার ওড়িশা থেকে একটি বিশেষ প্রতিনিধিদল ১০টি বাস নিয়ে রওনা হয়েছে। বিভিন্ন রাজ্যের লোক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের কাছে। সুতরাং কৃষক আন্দোলন আরও বড় আকার পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন একাধিক কৃষক সংগঠনের লোকজন। বিশিষ্ট ব্যক্তিত্বরাও রয়েছেন। তাঁরা জানান, শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে তাঁরা দিল্লি পৌঁছবেন প্রায় ১০ হাজার লোককে সঙ্গে নিয়ে। আন্দোলনরত কৃষকদের পাশে গিয়ে তাঁরা দাঁড়াবেন।
শনিবার সেই দল খড়গপুরের নিমপুরাতে এসে দাঁড়িয়েছে। দলের একজন জানিয়েছেন, দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন আরও শক্তিশালী ও বৃহত্তর করে তুলতেই পাশে গিয়ে দাঁড়াবেন তাঁরা। যদিও এই সংগঠনের লোকেরা জানান, রাষ্ট্রীয় সংযোগ নবনির্মাণ কিষান সংগঠনের পক্ষ থেকে তাঁরা ওড়িশার ভুবনেশ্বর থেকে এই যাত্রা শুরু করেছেন। কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় দু’‌মাস ধরে আন্দোলনে রয়েছেন দিল্লি, হরিয়ানা, রাজস্থান–সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। সেই আন্দোলনকে আরও জোরদার করতে এবার তাঁরাও দিল্লি সীমান্তে হাজির হবেন।