শুক্রবার গভীর রাতে (২টো নাগাদ) মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে ১০টি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশুগুলির। আগুনের লেলিহান শিখায় প্রাণ হারাল ১০ শিশু। কোনওক্রমে রক্ষা পেল আরও সাত সদ্যোজাতর প্রাণ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। ঘড়ির কাঁটায় রাত তখন ২টো। ঠিক সেই সময় হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট অর্থাৎ জন্ম নেওয়ার পরই কোনও শিশু অসুস্থ থাকলে যে বিভাগে তাদের রাখা হয়, সেখানেই আগুন লেগে যায়।
দমকল আধিকারিকরা জানান, হাসপাতালের চাইল্ড কেয়ার ইউনিটে ১৭টি শিশু ভর্তি ছিল। সেখান থেকে সাত জনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা পিটিআই–কে জানান, প্রত্যেকটি শিশুর বয়স এক থেকে তিন মাসের মধ্যেই।
সংবাদ সংস্থা এএনআই–এর কাছে সিভিল সার্জন ডা. প্রমোদ খাণ্ডাতে জানান, ‘আজ গভীর রাত ২টো নাগাদ ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) আগুন লেগে ১০টি শিশু মারা গিয়েছে। ইউনিট থেকে সাতটি শিশুকে উদ্ধার করা হয়েছে।’ হাসপাতালের একজন নার্স প্রথমে দেখতে পান ওই নবজাতক বিভাগ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু শিশুগুলিকে স্থানান্তরের আগেই ১০ জনের মৃত্যু হয় বলে খবর।
ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল? বিষয়টির তদন্তে নেমে পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে মৃত শিশুদের পরিবার। প্রশ্ন উঠেছে হাসপাতালে রোগীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এবং ভান্ডারা জেলা কালেক্টের ও এসপির সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি। শিশুদের মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অগ্নিকাণ্ডের পর আইসিইউ ওয়ার্ড এবং প্রসূতি বিভাগের রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে চারতলা ভবনটিতে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত নিশ্চিত নয়।