গরমের তীব্র দাবদাহ থেকে আপাতত মিলেছে সাময়িক মুক্তি৷ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির ফলে পারদ অনেকটাই নেমেছে৷ বৃষ্টির জেরে এক ধাক্কায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি কমে গিয়েছে৷
গত ৬ দিন ধরে লাগাতার নামতে শুরু করেছে পারদ৷ কলকাতা-সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা হু হু করে নেমেছে। যেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছেছিল, সেখানে পারদ নেমে এসেছে ৩০ ডিগ্রির ঘরে৷ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস ছিল বেশ কয়েকটি জেলায়৷ এদিন বেলা বাড়তেই হালকা বৃষ্টি হয় কলকাতায়। শহরের আকাশ প্রায় মেঘে ঢাকা।
এই পরিস্থিতিতে আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের পাঁচ জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই পাঁচ জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস বলছে এদিন বৃষ্টি হবে বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। বৃষ্টির সঙ্গে ওই পাঁচ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের৷ এই জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷