ভরা মাঘেও অকাল বর্ষণ। শুক্রবার থেকেই মুখ ভার করে রয়েছে আকাশ। দেখা নেই রোদের। তার মধ্যেই আজ কলকাতায় নামল বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একধাক্কায় ৪ ডিগ্রি বেড়ে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসের কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস।দার্জিলিং, কালিম্পঙে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। শিলা বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং কলকাতায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ,বীরভূম, পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায়। গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২৪° সেলসিয়াস থেকে ১৩° সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামী ৩ দিনে বাড়বে রাতের তাপমাত্রা। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা দাপট দেখাবে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে শীত বেশ জাঁকিয়েই বসেছিল রাজ্যে। কিন্তু ব্যাঘাত হানল পশ্চিমী ঝঞ্ঝা। তবে শীত প্রেমীদের আফসোস করার কোনো কারণ নেই কারণ আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই ফের পারদ নামবে বলেই মনে করছেন আবহবিদরা।