আন্তর্জাতিক পরিবেশ

পারদ উঠল ৫৪.৪ ডিগ্রি

পৃথিবীর ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। যা দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালিতে। গত রবিবার সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছিল ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস (১৩০ ডিগ্রি ফারেনহাইট)। আর তাতেই জোর আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) কর্তৃপক্ষ এই তথ্যটি দিয়েছে।
এনডব্লিউএসের তথ্য অনুযায়ী, রবিবার ৫৪ ডিগ্রি তাপমাত্রা পার হওয়ার রেকর্ড হয়েছে। যা সাধারণত দেখা যায় না। ডেথ ভ্যালিতে একশো বছরেরও বেশি আগে একবার ৫৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ ওঠার কথা শোনা যায়। তবে এর কোনও প্রত্যক্ষদর্শী খুঁজে পাওয়া যায়নি। এমনকী কোনও সরকারি পরিসংখ্যান বা স্বীকৃতি নেই। তাই রবিবারের তাপমাত্রাকেই পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ হিসেবে গণ্য করা হচ্ছে।
জানা গিয়েছে, আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ চলছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা এবং উটাহয় আরও কয়েকদিন এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে গত শনিবার বিকল হয়ে পড়ে কালিফোর্নিয়ার একটি বিদ্যুৎকেন্দ্র। তাই টানা দু’দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল।