রাজ্য লিড নিউজ

আজ থেকে চালু টেলি মেডিসিন পরিষেবা

শনিবার থেকে চালু হল শুধুমাত্র চার ঘন্টার জন্য টেলি মেডিসিন পরিষেবা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার না করলেও চলবে টেলি মেডিসিন পরিষেবা। জুনিয়র ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে বেশ কিছু মোবাইল নম্বর ।এখনই পুরোপুরি কর্মবিরতি প্রত্যাহার করার পথে হাঁটছেন না জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পরিষেবা পাবেন রোগীরা।

পাশাপাশি, আগামী ৪ সেপ্টেম্বর বিচার পেতে নতুন একটি কর্মসূচির আয়োজন করেছে জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচির নাম দিয়েছে, ‘বিচার পেতে আলোর পথে’। তাঁদের মূলত দুটি দাবি। এক, নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ। দুই,প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। এদিকে, আরজিকর কাণ্ডে আদালতের পরবর্তী শুনানি ৫ সেপ্টেম্বর। আন্দোলন মঞ্চ থেকেই ওই দিন কি বলে শীর্ষ আদালত চোখ রাখবেন জুনিয়ার ডাক্তাররা।