বিনোদন ব্রেকিং নিউজ

‘বিগ বস-১৫’এ জয়ী তেজস্বী

শেষ হল বিগ বসের ১৫ তম সিজন। তিন ভাগে ভাগ ফিনালে পর্বটিকে সম্প্রচার করা হয়। সবাইকে হারিয়ে জয়ের ট্রফি ছিনিয়ে নিয়েছেন তেজস্বী প্রকাশ। সঙ্গে পেয়েছেন ৪০ লক্ষ টাকা নগদ পুরস্কার।

বিজয়ী হওয়ার দৌড়ে টিকে ছিলেন মোট পাঁচজন প্রতিযোগী । ফিনালে পৌঁছেও প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নিশান্ত ভাট। পঞ্চম স্থানে দৌড় শেষ করে ১০ লক্ষ টাকা পুরস্কার নিয়ে বিগ বসের ঘর ছেড়ে দেন তিনি। অভিনেত্রী শমিতা শেট্টি চতুর্থ স্থান পেয়েছেন।

তৃতীয় স্থান পেয়েছেন জনপ্রিয় ফাইনালিস্ট তথা তেজস্বীর প্রেমিক অভিনেতা করন কুন্দ্রা। শেষ পর্বে প্রতিদ্বন্দ্বী প্রতীক সেহজপালকে হারিয়ে বিজয়ীর শিরোপা জিতে নেন হিন্দি টেলিভিশনের তারকা তেজস্বী। দ্বিতীয় স্থানে রয়ে যান প্রতীক।

উল্লেখ‍্য, শোয়ের শুরু থেকেই দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তেজস্বী প্রকাশ। টেলিভিশন দুনিয়ায় বেশ পরিচিত মুখ তিনি। বিগ বসের ঘরে এসে অভিনেতা সঞ্চালক করন কুন্দ্রার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তেজস্বী। এই জুটি দর্শকদের কাছে বেশ প্রিয়ও হয়ে ওঠে।

বিগ বস ১৫ র সিজন ফিনালেতে প্রয়াত সিদ্ধার্থ শুক্লাকে শ্রদ্ধা নিবেদন করেন শেহনাজ গিল‌। বিগ বসের ১৩ তম সিজনের বিজেতা ছিলেন সিদ্ধার্থ। এদিন মঞ্চে সলমনের সঙ্গে কথা বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ। চোখে জল এসে যায় তাঁর। শেহনাজকে বুকে জড়িয়ে ধরেন তাঁর ‘সলমন স‍্যার’। তাঁর চোখেও জল দেখা যায়। দৃশ‍্যতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা। ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখের জল বাঁধ মানেনি নেটিজেনদের।