রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কলকাতায় আসছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। যেহেতু বামেদের ব্রিগেড সমাবেশে আমন্ত্রিত তেজস্বী, তাই তিনি সেখানে যেতে পারেন। আবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নির্বাচনী আলোচনাও করতে পারেন বলে খবর। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির ঘুঁটি সাজানোর প্রক্রিয়া। সূত্রের খবর, হিন্দিভাষী ভোটারদের কথা মাথায় রেখে অসমে বেশ কয়েকটি আসনে প্রার্থী দিতে পারে লালুপ্রসাদ যাদবের আরজেডি।
সূত্রের খবর, কয়েকটি আসন আরজেডি–কে লড়াইয়ের জন্য ছেড়ে দিতে পারে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে বারাকপুর ও নৈহাটি শিল্পাঞ্চল নিয়ে আলোচনা হয়েছে আগেই। আবার বামেদের সঙ্গেও আসন নিয়ে আলোচনা হতে পারে তেজস্বীর। একাধিক সম্ভাবনা নিয়েই রবিবার রাজ্যে পা রাখছেন তিনি। তৃণমূলের শরিক হিসেবেই পশ্চিমবঙ্গের ভোটে অংশ নিতে চাইছে বিহারের আরজেডি। তবে খুব বেশি নয়, তারা তৃণমূলের কাছ থেকে তিন–চারটি আসন দাবি করতে পারে।
এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে শাসকদলের মূল প্রতিপক্ষ বিজেপি। তাই সেই লড়াইয়েও তৃণমূল আরজেডি–কে পাশে পেতে চায়। সেই উদ্দেশ্যে তেজস্বীর সঙ্গে বৈঠকের ভাবনা তাঁর। সূত্রের খবর, উভয়ের আলোচনার বিষয়বস্তু অবশ্যই বঙ্গ বিধানসভা নির্বাচন। তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করতে পারে লালুর দল। পাশাপাশি বামেদের সঙ্গেও আলোচনা হতে পারে তেজস্বীর। বাম–কংগ্রেস জোট ইতিমধ্যেই জানিয়েছে, আরজেডি তাদের দিকে আসতে চাইছে। ক’দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানান, বাম–কংগ্রেস বৈঠকে আসনরফা চূড়ান্ত। ক্রমশ শক্তি বাড়াচ্ছে বাম–কংগ্রেস জোট। বাংলায় দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই হতে চলেছে। আইএসএফ ছাড়াও জোটে আস্থা প্রকাশ করেছে এনসিপি, আরজেডি। উল্লেখ্য, বিহারে আরজেডি এবং বামেরা জোটে লড়াই করে ভাল ফল পেয়েছিল।