রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হলেন শচীন পাইলট। তাঁকে এবং তাঁর অনুগামী মন্ত্রী–বিধায়কদের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হল। যার ফলে রাজস্থানে কংগ্রেস সরকারের ‘সংকট’ নতুন দিকে মোড় নিল। তাঁদের প্রত্যেককে বরখাস্তের নোটিশ পাঠিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সিপি যোশি। সেই নোটিশকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেছেন পাইলট। কংগ্রেস বিধানসভা থেকে তাঁদের বরখাস্তের দাবি জানিয়েছে।
কয়েকদিন ধরে গোষ্ঠী রাজনীতি ঘিরে উত্তাল রাজস্থান কংগ্রেসের অন্দরমহল। রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সিপি যোশী গত বুধবার শচীন এবং তাঁর অনুগামী ১৮ জন বিধায়ককে বরখাস্তের নোটিশ পাঠান। আর তারপরই পুরো পরিস্থিতি অন্য মাত্রা পেয়ে যায়। শচীন এবং তাঁর অনুগামী বিধায়ক বরখাস্তের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের কড়া নাড়লেন। মঙ্গলবার প্রথমে অশোক গেহলট বিক্ষুব্ধ কংগ্রেস নেতা শচীন পাইলটকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। তার কিছু ক্ষণের মধ্যে কংগ্রেস প্রদেশ সভাপতির পদও চলে যায় তাঁর।
শচীন এক সময়ে বিজেপি সরকারের শীর্ষ আইনজীবীর সাহায্য নিতেই কংগ্রেস শিবিরও জাঁদরেল আইনজীবীর সহযোগিতা নিচ্ছে। কংগ্রেস সূত্রে খবর, তাদের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করবেন অভিষেক মনু সিঙ্ঘভি। শচীন পাইলটের হয়ে লড়ছেন শীর্ষ আইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। শচীন পাইলট টুইট করেন, ‘সত্যকে হয়রান করা যায়, কিন্তু হারানো যায় না।’
