রাজ্য লিড নিউজ

ইডির নজরে মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টার

নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার। শনিবার মহিষবাথানে মানিক ঘনিষ্ঠর টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দেয় ইডি। তালা ভাঙতে আনা হয় চাবিওয়ালা।

সূত্রের খবর, এই এলাকায় টিচার্স ট্রেনিং সেন্টারটি মানিক ভট্টাচার্যর এক ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া ছিল। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে, সেই কারণেই অভিযান। সূত্রের খবর, ওএমআর শিট বা সাদা খাতা জমা দিয়ে কীভাবে চাকরি পেতেন চাকরিপ্রার্থীরা, সেই ধরনের কোনও কিছু তথ্য সেখানে রয়েছে কি না তা খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। এদিকে, এই ভাড়া নেওয়া সেন্টারের বাড়িওয়ালার দাবি, প্রায় পাঁচ মাস ভাড়া বাকি রয়েছে।

মহিষবাথানের এই বাড়িটি মিনার্ভা এডুকেশন সোসাইটির নামে ভাড়া নেন। টিচার্স ট্রেনিং সেন্টার খোলেন তিনি। যদিও অফিসের বাইরে এই সংক্রান্ত কোনও সাইন বোর্ড নেই। এই অফিসে আসাযাওয়া ছিল খোদ মানিক ভট্টাচার্যেরও। স্থানীয়দের দাবি, ৩-৪ আগে অফিসটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর মালিক তাপসকে দেখতে পাননি কেউ। ইডি আধিকারিকরা মনে করছেন, টিচার্স ট্রেনিং সেন্টারের আড়ালে এই অফিসে বসেই নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন হত। ওই টাকাই তাপস মণ্ডলের হাত হয়ে মানিক-সহ দুর্নীতি কাণ্ডের মাথাদের হাতে পৌঁছে যেত।