এবার থেকে টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারাজীবন। কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই ঘোষণার ফলে উপকৃত হবেন সারা দেশের লক্ষ লক্ষ চাকুরীপ্রার্থীরা। শুধু মাত্র ৭ বছর নয়, সার্টিফিকেটের বৈধতার মেয়াদ থাকবে সারাজীবন। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দেশের সমস্ত রাজ্যকে এই মর্মে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইভাবে বাংলার চাকুরীপ্রার্থীরাও এই ব্যবস্থার সুফল পাবেন।
এতদিন টেট উত্তীর্ণ হলে সেই সার্টিফিকেটের মেয়াদ থাকত সাত বছর। মূলত টেট উত্তীর্ণ হলেই তবেই শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা যায়। ফলে সাত বছরের মধ্যে কেউ চাকরি না পেলে তাঁকে আবার টেট পরীক্ষায় বসতে হতো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ঘোষণা করেছেন, এই শংসাপত্রের বৈধতার মেয়াদ ছিল ৭ বছর। তবে এটা এখন থেকে আজীবনের জন্য বৈধ থাকবে। যা কার্যকর হবে ২০১১ সাল থেকে।
কিন্তু এই ব্যবস্থা কার্যকর হলে একবার টেট পাশ করলে যতদিন কারও চাকরি পাওয়ার বয়স থাকবে, ততদিন তিনি নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। উল্লেখ্য, ২০১১ সালে যাঁরা টেট দিয়েছিলেন তাঁদের সময় সেই নয়া নিয়ম চালু হবে। ইতিমধ্যে যাঁদের টেট শংসাপত্রের পূর্বনির্ধারিত মেয়াদ (সাত বছর) পেরিয়ে গিয়েছে, তাঁদের নয়া শংসাপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। পোখরিয়াল বলেছেন, শিক্ষকতার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। রাজ্য এবং কেন্দ্রশাসিত সরকারগুলিতে সাত বছরের মেয়াদ শেষ হওয়ার জন্য যে সব প্রার্থীদের শংসাপত্রের বৈধতা শেষ হয়ে গিয়েছিল, তাঁদের শংসাপত্র পুনরায় বৈধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।