রাজ্য

করোনার দু বছর পর এবার স্কুলে-কলেজে সাড়ম্বরে পালিত হলো শিক্ষক দিবস

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্ব ব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস৷করোনাকালে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ৷ অনলাইনে শিক্ষার নাটক বন্ধ হয়ে দু বছর পর ছেলেমেয়েরা আবার স্কুল-কলেজ মুখো হয়েছে৷ফলে এ বছর সাড়ম্বরে পালিত হলো শিক্ষক দিবস৷

রাজারহাট সমাজ ও শিক্ষা উন্নয়ন কমিটির পক্ষ থেকে  শিক্ষক দিবস পালন করা হয়৷এই নিয়ে ২০ তম বর্ষে শিক্ষক শিক্ষিকা ও গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হলো৷

কমিটির আহ্বায়ক ঝুলন দাশগুপ্ত জানান, এখনও পর্যন্ত যে সব প্রফেশন রয়েছে তার মধ্যে শিক্ষকতা হল নোবেল প্রফেশন৷ তিনি আরও বলেন,বিগত কুড়ি বছর ধরে শিক্ষক দিবসের পাশাপাশি অঙ্কন,আবৃত্তি ও নৃত্যের মত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এই কমিটি৷

এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন ড:জ্যোতির্ময় মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন বিশিষ্ট sand animation artist ড: বাদল বাড়ৈ, প্রাক্তন প্রধান শিক্ষক হিন্দু বিদ্যা পিঠ স্কুলের স্বপন সরকার, সমর ঘোষ বিশিষ্ট প্রাবন্ধিক, সমর চক্রবর্তী সহ সভাপতি এ বি পি টি এ,শিক্ষক তরুণ দত্ত, সমর ঘোষ, এমানুল হক, সৌম্য শাহীন, সঞ্চিতা সান্যাল এবং কবি, গীতিকার বিশিষ্ট শিক্ষক শৈলেন্দ্র হালদার।

রাজারহাট সমাজ ও শিক্ষা উন্নয়ন কমিটির পক্ষ থেকে এ বছর যাদের সম্বর্ধিত করা হয়েছেন তাঁরা হলেন।
ড: বাদল বাড়ৈ অধ্যাপক ও আন্তর্জাতিক sand animation artist ৷
ড:সঞ্চিতা সান্যাল অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক৷
দেবেশ দাশ সহ প্রধান শিক্ষক, জে এন মন্ডল স্কুল৷
শৈলেন্দ্র হালদার সহ শিক্ষক, কবি ও গীতিকার৷
শ্রীমতী রীনা দাশ বসু সহ শিক্ষিকা জ্যাংড়া আদর্শ বিদ্যালয়৷
আবদুল মহিদ মোল্লা, শিক্ষক দক্ষিণ নয়াবাদ৷
শ্রীমতী দীপান্বিতা দাশ, শিক্ষিকা কুলোকামিনী শিশু শিক্ষালয় এফ পি স্কুল৷
কুমারী ঋত্বিকা সারস্বত, আই.এস.সি তে সর্বভারতীয় স্তরে দ্বিতীয়,৯৯.৫ শতাংশ৷এ ছাড়াও স্থামীয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বাধিক নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয়।প্রত্যেককে মানপত্র,বই,স্বারক ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়৷

রাজারহাট সমাজ ও শিক্ষা উন্নয়ন কমিটির উদ্যোগে শিক্ষক দিবসের আগের দিন জগৎপুর জে.এন.মন্ডল স্কুলে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

তবে শুধু শিক্ষক দিবস পালনই নয়, সারা বছরই বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে রাজারহাট সমাজ ও শিক্ষা উন্নয়ন কমিটি৷