জেলা ব্রেকিং নিউজ

Teacher Transfer Protest: শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভ

বনগাঁ ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসুর বদলির প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।

বেশ কিছুদিন আগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসু এই স্কুল থেকে অন্যত্র বদলি হওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই বদলির প্রতিবাদে ধর্ম পুকুরিয়া গ্রামের বাসিন্দারা মঙ্গলবার দুপুরে এসআই অফিসে ডেপুটেশন জমা দেয়। স্কুলে এসে তন্ময় বসুর কাছে অনুরোধ জানান, তিনি যাতে অন্যত্র না চলে যান। তারপর আজ অভিভাবক ও ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে ।

দীর্ঘ ১২ বছর তন্ময় বসু এই স্কুলে শিক্ষকতা করছেন। সেই কারণে বাড়ির কাছে যাওয়ার জন্যই তিনি বদলির আবেদন করেছিলেন বলে জানান ওই শিক্ষক।

অন্যদিকে অভিভাবকদের দাবি, ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের প্রিয় এই শিক্ষকের যতক্ষণ না পর্যন্ত বদলি আটকাচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।