ব্রেকিং নিউজ রাজ্য

পুজোর আগেই শিক্ষক নিয়োগ

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই রাজ্যে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরে মোট ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। প্রক্রিয়া শেষের পথে। এবার নিয়োগপত্র তুলে দেওয়ার পালা। এরপর দ্বিতীয় ধাপে আগামী বছরের মার্চের মধ্যে আরও সাড়ে ৭ হাজার শিক্ষককে নেওয়া হবে।

জানা গিয়েছে, সবমিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বেনিয়মের নানা অভিযোগ উঠেছিল। একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলে বারংবার নিয়োগে স্থগিতাদেশ জারি করে আদালত। ফলে মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা এবং তার পরবর্তী মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আজ জানান, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পুজোর মধ্যেই মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর পর আগামী মার্চ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক পদে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

 

এই ঘোষণা যে চাকরিপ্রার্থীদের মুখে বড় হাসি ফোটাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের ক্ষমতায় আসার পরই শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু হয়। শনিবার প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের নোটিস। সোমবার সন্ধ্যে থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ইন্টারভিউ লিস্ট। কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন, তালিকা থেকেই তা জানা যাবে। এদিন সন্ধ্যেবেলা সেই তালিকা প্রকাশের ঠিক আগেই মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগ নিয়ে ঘোষণা করে দিলেন। পুজোর আগে প্রাথমিকের জন্য ১০ হাজার, উচ্চপ্রাথমিকে ১৪,৫০০জন শিক্ষকের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে। কোনও লবির ব্যাপার নেই। মেধাতালিকা অনুযায়ী সবাইকে ডাকা হবে। এই ক্ষেত্রে মেধাই হবে মাপকাঠি, অন্য কিছু নয়।’‌