রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পুরষ্কার পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কাদিঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকার। মঙ্গলবার শিক্ষা দপ্তরের কমিশনারের তরফে মেল করে এই খবর জানানো হয়েছে। শুধু বিষয়মুখি শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য পুরস্কৃত করা হয়েছে। শিক্ষকের পুরষ্কারপ্রাপ্তির খবরে জেলাজুড়ে খুশির হাওয়া শিক্ষক ও ছাত্র ছাত্রী মহলে।
পুরষ্কারে ভূষিত হওয়ার খবর পেয়ে প্রধান শিক্ষক পার্থ সরকার জানান, তিনি এর আগে জেলার অন্য দুই বিদ্যালয়ে দশ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করার পর ২০১০ সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়ে স্কুলের বিকাশের ক্ষেত্রে নানান গুরুত্বপুর্ন ভুমিকা নিয়ে স্কুলের মানোন্নয়নের ব্যাপারে সচেষ্ট হয়েছিলেন।
পাশাপাশি তিনি নিজে এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র থাকায় নিজের স্কুলের নানা বিষয়ে তিনি অবগত এবং স্কুলকে উন্নয়নের দিশা দেখানোর ক্ষেত্রে সচেষ্ট ছিলেন। এবার এই পুরষ্কার পাওয়ার পর নতুন করে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করার জন্য নিজেকে নিয়োজিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন বলে জানান পার্থ বাবু।