একজন স্কুল শিক্ষিকা তথা কাউন্সিলর গাইছেন জাতীয় সংগীত। যদিও তাতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু বিপত্তি হল তখন, যখন গাইতে গাইতে ভুল করে ফেললেন । রীতিমতো লজ্জায় ফেলে দিলেন দলের নেতাদের৷ কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলর রিনা দাসের ভুল গাওয়া জাতীয় সংগীত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দেবী।
উপস্থিত নেতৃত্বদের ভাষণ শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার কথা জানানো হয়৷ জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য হাতে মাইক্রোফোন তুলে নেন রিনাদেবী৷ আর এরপর বিপাকে পড়ে যান তিনি নিজেই।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এরিনা দেবী জাতীয় সংগীতের প্রথম কিছু লাইন ঠিকঠাক গাইলেও পরের দিকে ভুল শব্দ প্রয়োগ করেন। জাতীয় সঙ্গীতের শেষ অংশে বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গার জায়গায় তিনি যমুনার গঙ্গা বলে ফেলেন৷ এর পর একে একে তব শুভ নামে জাগে-র বদলে তব শুভ আশিস মাঙ্গে, তব শুভ আশিস জাগে-র মতো লাইন গাইতে থাকেন৷
ভুলে ভরা এই জাতীয় সঙ্গীতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্বও৷ যদিও এ বিষয়ে অবশ্য রিনাদেবীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷