রাজ্য

সক্রিয় রাজনীতিতে তথাগত রায়

রাজনীতিতে যতবার তিনি মন্তব্য করেছেন ততবার বিতর্ক তৈরি হয়েছে। এবার তিনি সাংবিধানিক প্রধানের পদ ছেড়ে আবার সক্রিয় রাজনীতিতে আসতে চান। হ্যাঁ, তিনি মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। আর এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। এটা যদি বাস্তব হয় তাহলে তিনি দলে কোন পদে আসবেন?‌ কিসের দায়িত্ব সামলাবেন?‌ এই সব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, গত ২০ মে তাঁর রাজ্যপালের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে এখনও দায়িত্ব থেকে অব্যাহতি পাননি। এই পরিস্থিতিতে তথাগত রায় ঘনিষ্ট মহলে জানিয়েছেন, নানা কারণে তাঁকে সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে হয়েছিল। এখন আর তিনি রাজ্যপাল থাকতে চান না। সক্রিয় রাজনীতির আঙিনায় ফিরে আসতে চান স্বমহিমায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কি ফের রাজনীতির আঙিনায় ফিরতে চাইছেন বিজেপি’‌র প্রাক্তন রাজ্য সভাপতি? উঠছে প্রশ্ন।
তথাগত রায়ের ওই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন বিজেপি’‌র জাতীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি জানান, রাজ্যপালের দায়িত্ব ছেড়ে যদি উনি চলেই আসেন তাহলে সক্রিয় রাজনীতি করতে কোনও অসুবিধা নেই। এমন উদাহরণ অনেক আছে। উনি পুরনো দিনের বিজেপি কর্মী এবং বিজেপি’‌র রাজ্য সভাপতি ছিলেন। আবার সক্রিয় রাজনীতি আসলে দলের লাভই হবে।
উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে বিজেপিকে যখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হত তখন বাংলায় বিজেপি’‌র নেতা ছিলেন তথাগত রায়। ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য বিজেপি’‌র সভাপতির দায়িত্ব সামলেছেন। ছিলেন কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৮ সালে তাঁকে মেঘালয়ের রাজ্যপাল করে পাঠিয়ে দেওয়া হয়।