দোলের দিন গঙ্গাবক্ষে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপি প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী এবং পায়েলের আবির খেলা নিয়ে এবার তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা, এই ভাষাতেই শ্রাবন্তী–পায়েল–তনুশ্রীকে তুলোধনা করেছেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল।
ফেসবুকে দলের তারকা প্রার্থীদের বিঁধে তথাগত রায় লিখেছেন, ‘নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা! এই নটীদের এখনও এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়। শেষপর্যন্ত বাসবদত্তার অবস্থা না হলেই ভালো।‘ উল্লেখ্য, গত রবিবার দোলের দিন আড়িয়াদহে গঙ্গাবক্ষে মদন মিত্রের সঙ্গে আবির খেলেন শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরা। তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে গানের সঙ্গেও পা মেলান বিজেপির তারকা প্রার্থীরা। বিধানসভা নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষ শিবিরের প্রার্থীদের একসঙ্গে দোলের সেলিব্রেশন ঘিরে হইচই পড়ে যায়।
শ্রাবন্তী, পায়েলরাও বলেন, এটা দোলের অনুষ্ঠান। রাজনীতির কোনও ব্যাপার নেই। মদন মিত্র এও বলেন, ‘শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীদেরপ সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো। এর সঙ্গে রাজনীতির কোনও ব্যাপার নেই।’ রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাবেন? জবাবে BJP-র তারকা প্রার্থীরা বলেছিলেন, ‘আজকের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’