স্পেনের বিখ্যাত বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ডিফেন্স ও স্পেস কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাধল ভারতের টাটা গোষ্ঠী। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে এই প্রথম ভারতে কোনও বেসরকারি সংস্থা সামরিক বিমান তৈরি করতে চলেছে। শুক্রবারই এই বিষয়ে গুরুত্বপূর্ণ ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০ হাজার কোটি টাকার সামরিক বিমান কেনার চুক্তি হচ্ছে স্পেনীয় সংস্থা এয়ারবাসের সঙ্গে। চুক্তি অনুযায়ী এয়ারবাস মোট ৫৬টি সামরিক পণ্য পরিবহন বিমান ‘C-295’ সরবরাহ করবে। এরমধ্যে প্রথম ১৬টি স্পেনের কারখানা থেকে সরাসরি ভারতে পাঠিয়ে দেবে এয়ারবাস। বাকি ৪০টি ‘C-295’ সামরিক বিমান ভারতেই তৈরি করবে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায়। এরজন্য তারা গাঁটছড়া বাড়ছে ভারতের টাটা গোষ্ঠীর সঙ্গে।
ভারতীয় সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেনাবাহিনীর তিন বিভাগকেই আধুনিক সাজ-সরঞ্জাম কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বায়ুসেনার জন্য় স্পেনের এয়ারবাস সংস্থা থেকে কেনা হচ্ছে এই পন্য়বাহী বিমান। সূত্রের খবর, বায়ুসেনার হাতে বর্তমানে ‘Avro-748’ বিমান রয়েছে। যেগুলি ধাপে ধাপে পরিবর্তন করে অত্যাধুনিক ‘C-295’ বিমান কেনা হচ্ছে।
অপরদিকে, টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য এয়ারবাস ডিফেন্স, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেথ করে টুইট করেছেন। এটি এই ধরনের প্রথম প্রকল্প যার অধীনে ভারতের কোনও বেসরকারি কোম্পানি সামরিক বিমান তৈরি করবে।