বাংলাদেশ

‌প্রথম রূপান্তরকামী সংবাদ পাঠিকা

এই প্রথমবার বাংলাদেশে বেসরকারি সংবাদমাধ্যমে নিয়োগ করা হল এক রূপান্তরকামী সংবাদ পাঠিকাকে। নাম তানসুভা আনন শিশির। ৮ মার্চ থেকে তানসুভা বাংলাদেশের ওই বেসরকারি টিভি চ্যানেলে হয়ে সংবাদ পাঠ করবেন। আগে এমন ঘটনা ঘটেনি। এটা অবশ্য এখন বাংলাদেশ জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। আর সেটা দেখতে দর্শক মুখিয়ে রয়েছে।
জানা গিয়েছে, তানসুভা আনন শিশির কেরিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসাবে। পরে তিনি অভিনয় দুনিয়াতেও কাজ করেন। তিনি দুটো ছবির জন্য সই করেছেন। যার মধ্যে একটি ছবিতে তানসুভাকে মহিলা ফুটবল কোচ হিসাবে দেখা যাবে। এর আগে তানসুভা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথে আরও একজন রূপান্তরকামী মহিলার সঙ্গে কাজ করেছেন। যে কারণে তাঁরা মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উপর স্কলারশিপও পান।
এই বিষয়ে তানসুভা আনন জানান, ‘‌আমাকে দেখে আমাদের অন্যান্য বোনেরাও উৎসাহিত হবেন। রূপান্তরকামী নারীদের নিয়ে মানুষের যে ভুল ধারণা আছে সেটিরও পরিবর্তন হবে। একথা ভেবেই আমার ভালো লাগছে।’‌ তবে পথ চলা এখনও অনেক বাকি বলে তিনি মনে করেন।