চলে গেলেন কিংবদন্তি চিত্র পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। ১৪ জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএমে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়।
জানা গিয়েছে, রবিবারও তার ডায়ালিসিস করা হয়েছে। এতদিন যাবত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ অর্থাত্ ‘সিসিউ’-ছিলেন পরিচালক। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে। তবুও শেষ রক্ষা হল না।
উল্লেখ্য, গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমে । একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি পরিচালক। এই পরিচালকের কিডনি এবং ফুসফুসের সমস্যার পাশাপাশি ছিল ডায়াবেটিস। শ্বাসকষ্টের সমস্যা ছিল বর্ষীয়ান পরিচালকের।
বাংলা চলচ্চিত্রের এই প্রখ্যাত পরিচালকের জন্ম ব্রিটিশশাসিত ভারতে। তাঁর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। বিজ্ঞানের ছাত্র হলেও, চলচ্চিত্র নির্মাণে আগ্রহ ছিল তার । অপর দুই চলচ্চিত্র পরিচালক শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে জোট বেঁধে ‘যাত্রিক’ নামে চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু করেন। এই ত্রয়ীর পরিচালনায় প্রথম ১৯৫৯ সালে মুক্তি পায় ‘চাওয়া পাওয়া’ ছবিটি। সেই সুপারহিট চলচ্চিত্রের অভিনয়ে ছিলেন চিরসবুজ জুটি উত্তম-সুচিত্রা।
নিজের কর্মজীবনে একাধিক বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন। পেয়েছেন পাঁচটি জাতীয় পুরস্কার। ‘বালিকা বধূ’, ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘আপন আমার আপন’, ‘গণদেবতা’, ‘আলো’র মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন পরিচালক।