আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বুধবার, ১০ জানুয়ারি দিল্লিতে একটি বৈঠক ডাকা হয়েছে, মঙ্গলবার একথা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তিনি এদিন কর্নাটকের কলবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতির কথা মাথায় রেখে বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দেওয়ার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে যোগদানের জন্য বুধবার দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন তিনি।
‘আইএনডিআই’ জোট আসন্ন লোকসভা নির্বাচনের কারণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন খাড়গে। নির্বাচনী এলাকায় ৫০০টিরও বেশি পর্যবেক্ষক নিয়োগ করছে কংগ্রেস। শুধু তাই নয়, জেলাভিত্তিক পর্যবেক্ষকও নিয়োগ করবে দল। তিনি বলেন, কীভাবে লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার কর্ণাটকেও একটি বৈঠক রয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্যেও একইরকম বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।