রাজ্য

তারাপীঠে এবার অনলাইনে পুজো

মা তারার ভক্তদের জন্য নয়া সুযোগ। বাড়িতে বসেই কৌশিকী অমাবস্যা তিথিতে অনলাইনে মা তারার দর্শন ও পুজো দিতে পারবেন ভক্তরা। গত বছর মন্দির কমিটি সেবাইতদের মোবাইলের মাধ্যমে গর্ভগৃহ থেকে ভিডিও কলে মায়ের দর্শন ও অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছিল। এই বছর অবশ্য গর্ভগৃহ থেকে ভিডিও কল করা যাবে না। মন্দির চত্বরে দু’টি জায়ান্ট স্ক্রিন লাগানো থাকবে। সেখান থেকে ভিডিও কল করে নিজ নিজ ভক্তদের দর্শন করাতে পারবেন সেবাইতরা। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।

তারাপীঠের কৌশিকী অমাবস্যা মানেই লক্ষ লক্ষ ভক্তদের মুখে শুধুই ‘জয় তারা’ ধ্বনি। গতবছর করোনার থাবার জেরে কৌশিকী তিথির সময় টানা আটদিন মন্দির বন্ধ ছিল। তবে ভক্তরা যাতে নিরাশ না হন, সেই জন্য সেবাইতদের ফোনে ভিডিও কলের মাধ্যমে গর্ভগৃহ থেকে মায়ের দর্শন থেকে আরতি দেখার ব্যবস্থা করেছিল মন্দির কমিটি। এখন করোনার সংক্রমণ কমে এসেছে। আত্মশাসন শিথিল ও অধিকাংশ এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে।

ভক্তরা আশা করেছিলেন, এবার কৌশিকী তিথিতে মায়ের মন্দিরে এসে পুজো দেবেন। কিন্তু, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এবারও ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মন্দির বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও মন্দির কমিটি। তারাময়বাবু বলেন, ‘‌সংক্রমণের সময় এবারও যাতে ভক্তরা বাড়িতে বসেই মায়ের দর্শন, পুজো ও অঞ্জলি দিতে পারেন, তার ব্যবস্থা থাকবে। তবে সংকীর্ণ গর্ভগৃহ থেকে কয়েকশো সেবাইত ভিডিও কল করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই মন্দির চত্বরে দু’টি জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। সেবাইতরা সেখান থেকে ভিডিও কল করে ভক্তদের মায়ের দর্শন করাতে পারবেন।’‌