আগামী ২৩ জুন, মঙ্গলবার রথযাত্রা। ওই দিন ভক্তদের জন্য খুলতে চলেছে তারাপীঠ মন্দিরের দরজা। তারাপীঠ মন্দির কমিটি এবং সেবায়েতদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সোশ্যাল ডিসট্যান্সের কথা মাথায় রেখে আপাতত গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। তারা মায়ের টানে দূর–দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। করোনার জন্য মার্চের ২০ তারিখ থেকে বন্ধ ছিল মন্দিরের দরজা। ভক্তদের অপেক্ষার দিন এবার শেষ।
মন্দিরের দরজা খুললেও কঠোরভাবে সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এই গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না দর্শনার্থীদের। বাইরে থেকে দর্শন করেই ফিরতে হবে। বন্ধ থাকছে রথযাত্রাও। তারাপীঠের হোটেলগুলিতে কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই সংক্রান্ত সবিস্তার নির্দেশিকা জারি করেছে প্রশাসন।
৯৩ দিন পর খুলছে তারাপীঠ। তবে মন্দির খুললেও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বহাল থাকছে কড়াকড়ি। স্যানিটাইজেশন টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মাস্ক, গ্লাভস পরে নাটমন্দিরে ৬ ফুট দূরত্ব থেকে পুজো দেওয়া যাবে। মন্দির খুললেও এবার রথ হচ্ছে না তারাপীঠে। তারাপীঠের মন্দিরের সঙ্গে জড়িয়ে কয়েক হাজার মানুষের জীবিকা। মন্দির খোলার ঘোষণায় ভক্তদের সঙ্গে খুশি তাঁরাও। শুধুমাত্র সেবায়েতরাই গর্ভমন্দিরে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের হয়ে সেবায়েতরাই পুজো দিয়ে আসবেন। আগের মতো কোনও সিঁদুর, চরণামৃত দেওয়ার ব্যবস্থা থাকছে না।
