খুলে গেল হুগলির তারকেশ্বরের মন্দির। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল থেকে শুরু হল পুজো। তবে, গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। রোজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। দীর্ঘদিন পর মন্দির খুলে যাওয়ায় পুণ্যার্থীদের মধ্যে খুশির হাওয়া।
গত ১ জুন থেকে রাজ্যের মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও সংক্রমণ এড়াতে মন্দির বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। মাঝে জুন মাসে একদিনের জন্য খোলা হয়েছিল মন্দির। তারপর আশেপাশের এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্দির বন্ধ করে দেওয়া হয়।
শুক্রবার সকাল ৬টায় মন্দির খোলা হয়। তবে করোনা সতর্কতা মেনে মন্দিরে প্রবেশের তিনটি গেট ১৫ মিনিট অন্তর খোলা হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে সিভিক ভলেন্টিয়ার। গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানা হচ্ছে সামাজিক দূরত্ব বিধি। তবে ভক্তদের লাইনে দাঁড়াতে অপেক্ষা করতে হচ্ছে পুজো দেওয়ার জন্য। তারকেশ্বরের দুধপুকুর থেকে নেওয়া জলই ঢালতে হচ্ছে বাবা তারকনাথের মাথায়।
প্রত্যেক পুণ্যার্থীকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। দুর্গাপুজো পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম চালু হবে। প্রায় পাঁচ মাস পরে এদিন মন্দির খোলার পর খুশি তারকেশ্বরবাসীর মধ্যে। মন্দিরে ঢোকার ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ভক্তদের করোনা সংক্রমণ এড়াতে সচেতন করতে কর্তৃপক্ষে তরফে চলছে মাইক প্রচার।