করোনার অতিমারীর কারণে পর পর দু বছর বন্ধ ছিল শ্রাবণী মেলা। তবে এবারে সরকারি ভাবে করোনা বিধি চালু করা হয়নি। ফলে নির্বিঘ্নেই শুরু হল শ্রাবণী মেলা। মেলার প্রথম দিনেই ভক্তদের ঢল দেখা গেল তারকেশ্বর মন্দিরে। মূলত প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবণী মেলা। মেলা চলে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত। তবে গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বর মন্দিরে। বিশেষ করে শনি রবি ও সোমবার এই তিন দিন ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো।
এবছর মন্দির ও যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে মন্দির ও যাত্রীদের সুরক্ষার কথা ভেবে কুড়ি জনের একটি টিম তৈরি করা হয়েছে বলে জানান তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু। মেলা উপলক্ষে মন্দির চত্বরে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য তারকেশ্বর বিদ্যুৎ বিভাগের কর্মীরা তৎপর রয়েছেন। প্রায় এক মাস ব্যাপী চলবে এই শ্রাবণী মেলা।