ব্রেকিং নিউজ রাজ্য

দলের হয়ে মান ভাঙাতে তাপস রায়ের বাড়ি কুণাল ঘোষ, কিন্তু পেলেন ‘শো-কজ’ চিঠি!

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরাহনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়। তারপর সোমবার সকালে তাপস রায়ের মান ভাঙাতে তার বাড়িতে যান কুণাল ঘোষ। দলের হয়েই তাপস রায়ের কাছে গিয়েছিলেন কুণাল। সেখানেই কুণাল পেয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সই করা শো-কজের চিঠি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করার জেরেই তাঁকে এই শো-কজ বলে মনে করছেন অনেকেই।

সোমবার বেলা বাড়তেই ভিন্ন সুর কুণালের গলায়। তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় জানিয়েছে, আমাকে বৈঠকে যে ডাকা হয়নি তা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ফোন করেছেন। আমি খুশি। সুদীপদা সৌজন্য দেখিছেন। আমিও সৌজন্য দেখিয়ে যাব। সুদীপদার বিরুদ্ধে মহিলা প্রার্থীর কথা বলেছিলাম। এখন সে সব বলছি না। এটা অসৌজন্য।”