রবিবার নিয়োগ দুর্নীতি এবার বড় গ্রেফতারি। সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডল, যাঁর হাত ধরে কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। একইসঙ্গে এদিন গ্রেফতার করা হয় নীলাদ্রি ঘোষকেও।
গ্রেফতারির পর তাপস মণ্ডল জানান, তাঁকে কেন গ্রেফতার করা হয়েছে তিনি জানেন না। এর আগে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটেও নাম ছিল তাপসের। কিন্তু তাঁকে এতদিন গ্রেফতার করা হয়নি। সিবিআই আধিকারিকেরা চাইছিলেন তার সাহায্যে তদন্তের জাল গুটিয়ে আনতে। সেই কাজ অনেকটাই এগিয়েছে। আর তাই এবার জালে তোলা হলো তাপস মন্ডলকে।
এদিন সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে তাপসকে ডেকে পাঠানো হয়। সময়মতোই সিবিআই দফতরে পৌঁছে যান তিনি। টানা জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৪টা নাগাদ তাপসকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার আরেক এজেন্ট, যাঁর নাম বারবার কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছে, সেই নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় নিঃসন্দেহে এই গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।