রাজ্য

করোনায় আক্রান্ত বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র

করোনায় আক্রান্ত হলেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে খবর। কয়েকদিন আগেই হালকা জ্বর আসে তাপস চট্টোপাধ্যায়ের। তখনই করোনা পরীক্ষা করা হয় বিধাননগর পুরসভার ডেপুটি মেয়রের। সোমবার রাতে তাঁর রিপোর্ট আসে তাপস চট্টোপাধ্যায় কোভিড পজিটিভ।
রাজ্যের খাদ্যমন্ত্রীর পর তাঁর কোভিড পজিটিভ হওয়ায় অনেকে চিন্তা করতে শুরু করেছেন, তাঁরা এই কয়েকদিনের মধ্যে মুখোমুখি এসেছিলেন কিনা।তবে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে চারজন ভিআইপি’‌র করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। কিছু দিন আগে রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বসুও করোনায় আক্রান্ত হয়েছিলেন।