ব্রেকিং নিউজ রাজ্য

তপন কান্দু হত্যাকাণ্ড! আজ প্রথম চার্জশিট সিবিআইয়ের

ঝালদায় কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু হত্যাকাণ্ডে আজ প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। এদিন পুরুলিয়া আদালতে প্রথম আংশিক চার্জাশিট জমা পরে । সিবিআই সূত্রে খবর, ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করছে সিবিআই। ধৃত পাঁচ জনের নাম রয়েছে চার্জশিটে। ধৃতদের নাম, নরেন কান্দু, দীপক কান্দু, কলেবর সিং, মোহম্মদ আশিক, এবং সত্যবান প্রামানিক। যদিও, হাইকোর্টের নির্ধারিত সময় অতিক্রান্ত। তবু এখনও পর্যন্ত ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে পারেনি সিবিআই।

গত ১৩ মার্চ সান্ধ্যভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তপন কান্দু। এরপর তদন্তে নামে জেলা পুলিশ। ১৫ মার্চ জেলা পুলিশের হাতে প্রথম গ্রেফতার হয়। তদন্ত চলাকালীন একে একে জেলা পুলিশ দীপক কান্দু, নরেন কান্দু, কলেবর সিং, আশিক খানকে গ্রেফতার করে। এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার হাতে নেয়। তদন্তভার গ্রহণ করার পর সিবিআই সত্যবান প্রামানিককে গ্রেফতার করে। ঝালদা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া হেসাহেতু গ্রামের বাসিন্দা সত্যবান বসবাস করছিলেন ঝালদা শহরে হাটতলা এলাকায়। সেখানে তাঁর একটি ধাবা রয়েছে। এই ধাবায় তপন কান্দু খুনের ছক কষা হয়েছিল বলে অনুমান CBI এর। নরেন কান্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সত্যবান। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শন করেন সিবিআই ডিআইজি অখিলেশ কুমার সিং, জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। পরিবারের বয়ান রেকর্ড করে সিবিআই। মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দুর দাবি, এই পাঁচজন ছাড়াও এই খুনে আরও অনেকে যুক্ত রয়েছে। তাঁদেরও গ্রেফতারের দাবি তোলেন তিনি।