২০১১ সালে পরিবেশকর্মী তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তপন দত্ত ছিলেন হাওড়ার বালি এলাকার তৃণমূলের নেতাও। এই খুনের তদন্তের জন্য তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত CBI তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। দীর্ঘ শুনানির পর এদিন আদালত তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল।
প্রসঙ্গত, বালি জগাছার একটি জলাশয় ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তপন দত্ত। ২০১১ সালে হাওড়ায় ভোটের দিন মাঝরাতেই মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল তপন দত্তকে।
এদিন প্রতিমা দত্তর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, “সত্যের জয় হবেই। একে আটকানো যাবে না। এবার সিবিআই আসল অপরাধীদের বের করুক, সেটাই চাই।” তপন দত্তের স্ত্রী প্রতিমাদেবীর কথায়, “১১ বছর ধরে লড়াই করছি। অবশেষে সিবিআই তদন্তের রায় দিল আদালত। আরও কয়েক বছর না হয় দেরি হবে, কিন্তু সুবিচার পাবই।”
উল্লেখ্য, ২০১১ সালের ৬ মে খুন হন বালির পরিবেশবিদ তথা সক্রিয় তৃণমূল কর্মী তপন দত্ত। তারপর জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। এই খুনে কাঠগড়ায় ওঠে তৃণমূলেরই নেতা-কর্মীরাই। খুন হওয়া তৃণমূল কর্মীর স্ত্রী প্রতিমা দত্তর করা এফআইআরে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর। তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। কিন্তু ১১ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কিনারা হয়নি এই তদন্তের।