রবিবার টাঙ্গাইলে নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। এই নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৫৩১ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে ৩১৯ জনের করোনা মিলেছে। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শেখ মহম্মদ আবদুল্লা করোনাভাইরাসে মারা যান। এই খবর নিশ্চিত করেন তার সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গত ৮ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমে এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। নারায়ণগঞ্জে একটি ক্লিনিকে কর্মরত ওই স্বাস্থ্যকর্মী মির্জাপুরে বাড়িতে আসার পর করোনা আক্রান্ত হন। পরে এপ্রিল মাসের শেষে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়ায় ২৪। মে মাসে শনাক্ত হয় ৯৬ জন। ঈদের পর লাফিয়ে বাড়তে থাকে সংক্রমিতের সংখ্যা। ঈদের পর এক সপ্তাহে কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয় ১৬৫। জুন মাসের ১৪ তারিখে এসে রোগীর সংখ্যা দাঁড়াল ৩১৯। ঈদের পর থেকে রোগী বেড়েছে ২২৩ জন।
শেখ মহম্মদ আবদুল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার সংসদীয় প্রতিনিধি ছিলেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রকের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। বাংলাদেশের মন্ত্রীসভার কোনও সদস্যের করোনায় মৃত্যু হওয়ার ঘটনা এই প্রথম। টাঙ্গাইল জেলায় সংক্রমিতের দিক দিয়ে শীর্ষে রয়েছে মির্জাপুর। এ উপজেলায় ৭৫ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া মধুপুরে ২৬, ধনবাড়ীতে ১৭, গোপালপুরে ১৭, কালিহাতীতে ৩০, সদর উপজেলায় ৪৬, নাগরপুরে ৩২ ও সখীপুরে ১২ জন শনাক্ত হয়েছেন।
