দেশ লিড নিউজ

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু

একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত তামিলনাড়ু। শনিবার থেকে এই বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে। ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত। আড়াইশোরও বেশি কুঁড়েঘর ভেঙে গিয়েছে। এই দুর্যোগে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তারা চেন্নাই, থেনি এবং মাদুরাই জেলার বাসিন্দা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দল মাদুরাই ও একটি করে দল তিরুভাল্লুর ও চেঙ্গেলপেটে উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি থাঞ্জাভুর ও কাড্ডালোর জেলায় উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সোমবার, বৃষ্টি-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন। চেন্নাইয়ের রয়াপুরমে ত্রাণও বিলি করেন তিনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল থেকেই রাজ্যের ৩৬টি জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই বৃষ্টি সোমবার পেরিয়ে এখনও চলছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক নিম্নচাপই এই বিপর্যয়ের জন্য দায়ী। সেই নিম্নচাপে এখনও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।