হিন্দি–ইংরেজি এই দুই ভাষাতেই শুধু কথা বলতে হবে। এবার নার্সদের উপর কড়া নির্দেশ চাপাল দিল্লির হাসপাতাল। এমনকী নির্দেশ না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হল হাসপাতালের পক্ষ থেকে। আর এই খবর শিরোনামে আসতেই সমালোচনা ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, কেন এমন নির্দেশ দেওয়া হল হাসপাতালের পক্ষ থেকে?
সূত্রের খবর, দিল্লির গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে আসা রোগী বা তাঁর পরিবারের সঙ্গে মালয়ালম ভাষায় যোগাযোগ করেছিলেন এক নার্স। কর্মক্ষেত্রে আঞ্চলিক ভাষার ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে এই হাসপাতাল। তারপরই নির্দেশিকা জারি করে বলা হয়। রোগী বা তাঁদের পরিবারের অধিকাংশ লোকই স্থানীয় ভাষা বোঝেন না। তাই সকল নার্সদের শুধু হিন্দি বা ইংরেজি ব্যবহারের নির্দেশিকা দেওয়া হচ্ছে।
নার্সদের বক্তব্য, হাসপাতালটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জনের মতো নার্স রয়েছেন। আমরা সবসময় রোগীর সঙ্গে হিন্দিতে কথা বলি। এখন কর্তৃপক্ষ বলছে, আমরা নিজেদের মধ্যেও মালায়ালাম ভাষায় কথা বলতে পারবো না। যদিও এই নির্দেশ নিয়ে আপত্তি রয়েছে হাসপাতালের নার্স সংগঠনের। গোটা ঘটনায় মানবধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী, শশী তারুর থেকে কেসি বেণুগোপালও ভাষা বৈষম্যের কথা নিয়ে সরব হয়েছেন।
