আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

তালিবান সরকারের নেতৃত্বে মোল্লা বরাদর!‌

সমস্ত জল্পনার অবসান। আফগানিস্তানে গঠিত হতে চলা নয়া তালিবান সরকারের প্রধান হতে চলেছেন শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদার। সংবাদ সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। শুক্রবারই সরকার গঠন করতে চলেছে তালিবান। আপাতত সমস্ত গুরুত্বপূর্ণ তালিবান নেতারাই কন্দহরে হাজির হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে আলোচনা।

ইতিমধ্যে কাবুল পৌঁছে গিয়েছে তালিবান শীর্ষ নেতৃত্ব। সরকার গঠনের শেষ প্রস্তুতি চলছে। মোল্লা আব্দুল ঘানি বারাদারের নেতৃত্বাধীন সরকারের সদস্য হতে চলেছেন তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা উমরের ছেলে মোল্লা মহম্মদ ইয়াকুব, শের মহম্মদ আব্বাস স্টানেকজাই। তবে বরাদের পাশাপাশি আলোচনায় রয়েছে আখুন্দজাদাও। সূত্রের দাবি, ইরানের ধাঁচে সরকার গড়বে তালিবান। আর সেই সরকারের নেতৃত্বে থাকবে প্রবীণ ওই নেতা।

মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পরই আফগানিস্তানে একের পর একে এলাকা দখলে নিতে থাকে তালিবান। এরপর ১৫ অগাস্ট কাবুলের দখল নেয় তালিবানরা। রাজধানীর দখল নিয়ে নিজেদের বিজয়ী বলে ঘোষণা করে জেহাদরা। দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মোল্লা ইয়াকুব গোষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা। কিন্তু হাক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে।

এরপর ৩১ অগাস্ট মার্কিন সেনা সম্পূর্ণভাবে সরে গেলে সরকার গঠনের ঘোষণা করে তালিবান। সূত্রের খবর, সেই পরিকল্পনা মতোই শুক্রবার সরকার ঘোষণা করবে তালিবান। কারণ হল, ইসলাম ধর্মাবলম্বিদের কাছে জুম্মাবার বা শুত্রবার হল পবিত্র দিন। বুধবার রাতের বৈঠকের পরে তালিবানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইসলামিক নেতাদের প্রাধান্য আফগানিস্তানে সরকার তৈরি করবে তারা। তবে তখনই মন্ত্রিসভা সম্পর্কে বিশদে কিছু জানায়নি তারা। যা সম্ভবত শুক্রবার বিকেলেই জানা যাবে।