ব্রেকিং নিউজ রাজ্য

Tala Bridge: আড়াই বছরের প্রতীক্ষার অবসান, নতুন রূপে চালু হল টালা ব্রিজ

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান। অবশেষে খুলল টালা ব্রিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বৃহস্পতিবার বিকেল ৪.৩০ নাগাদ উদ্বোধন হয় টালা ব্রিজের। নবনির্মিত টালা ব্রিজের নাম রাখা হয়েছে হেমন্ত সেতু। আগে এই ব্রিজকে চলতি কথায় বলা হত কাউ ক্রসিং ব্রিজ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ। পুজোর আগেই টালা ব্রিজ খুলে যাওয়ায় যানজটের ভোগান্তি থেকে কিছুটা রেহাই পেতে চলেছে শহরবাসী। তবে ব্রিজ উদ্বোধনের পর কিছুদিন শুধু ছোট গাড়িই চলবে টালা ব্রিজের ওপর। প্রথম কিছু দিন বন্ধ থাকবে বড় গাড়িগুলির চলাচল।

২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরই রাজ্যের সবকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরানো ব্রিজ ভেঙে ফেলে ২০২০ সালে নতুন করে তৈরি শুরু হয় টালা ব্রিজ। খড়গপুর আইআইটি-র থেকে সবুজ সংকেত পাওয়ার পরই উদ্বোধন হচ্ছে টালা ব্রিজের।

জানা গিয়েছে, ৪ লেনের নতুন সেতুটি ৮০০ মিটার লম্বা। যা তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। আর এই নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে। মোট ১৫০০ শ্রমিক অক্লান্ত পরিশ্রমে এই ব্রিজের নির্মাণকাজ করেছেন।