দেশ ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর জন্য এলাহি ব্যবস্থা

রামমন্দিরের ভূমিপুজো করার সময় তাঁকে বিশেষ নিরাপত্তা নিতে দেখা যায়নি। সেখানে সামাজিক দূরত্ব ছিল না। মাস্ক ছাড়াই প্রধান পুরোহিত নিত্যগোপাল দাসকে দেখা যায়। মাস্ক ছিল না যোগগুরু রামদেবেরও। অথচ প্রধানমন্ত্রী বারবারই বলছেন, দো গজ কি দুরি। এই পরিস্থিতিতে বসছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া হচ্ছে একাধিক বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। দূরত্ব বজায় রেখে সাংসদরা যাতে কাজ করতে পারেন তার জন্য সংসদ ভবনের ভেতরে বসানো হচ্ছে ৪টি ৮৫ ইঞ্চি স্ক্রিন। এছাড়াও ৪টি গ্যালারিতে থাকছে ৪টি ৪০ ইঞ্চির স্ক্রিন। সবকটি স্ক্রিনেই সম্প্রচার করা হবে লাইভ। এছাড়াও স্যানিটাইজড করতে রাজ্যসভায় আল্ট্রা ভায়োলেট ইরর্যাডিয়েশন সিস্টেম বসানোর পরিকল্পনা করা হচ্ছে।
সূত্রের খবর, সাংসদদের আসন বিন্যাসেও এবার বদল আনা হচ্ছে। কয়েকটি দলকে হয়তো রাজ্যসভার গ্যালারিতে বসতে হতে পারে। লোকসভায় দুটি ব্লকে থাকবে শাসক দল ও শক্তি অনুযায়ী অন্য দলগুলি। লোকসভায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেতার আসন সংরক্ষিত থাকবে। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবগৌড়ার আসনও সংরক্ষিত থাকবে। আর লোকসভা ও রাজ্যসভায় প্রত্যেকদিন অধিবেশন হবে মাত্র ৪ ঘণ্টা। এভাবেই চলবে বাদল অধিবেশন।
সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মাত্র ১৫ জন করে ওই দুই ক্ষেত্রের লোকজন বসার জায়গা পাবেন। এমনকী মাত্র ৭ জন সাংবাদিককে বাদল অধিবেশনে ঢুকতে দেওয়া হবে। অধিবেশন চলাকালীন প্রাক্তন সাংসদের সেন্ট্রাল হলে ঢোকার পাস দেওয়া হবে না। লোকসভা ও রাজ্যসভা টিভিতে অধিবেশনের লাইভ সম্প্রচার করা হবে। উল্লেখ্য, করোনার কারণে বাজেট অধিবেশেন মুলতুবি হয়েছে যায় ২৩ মার্চ।