আজ, ২০২২-২০২৩ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হল। প্রতি বছরের মতো এ বাজেটকে ঘিরে ছিল নানারকম প্রত্যাশা। সরকারের পদক্ষেপ নিয়ে চলতে থাকে নানা জল্পনা। সাধারণ মানুষের আগ্রহ যে দুটি বিষয় থাকে তা হল কোন কোন জিনিসের দাম বাড়লো কোন কোন জিনিসের দাম। ফেব্রুয়ারির মাস পয়লায় পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়করে ছাড় না মেলায় কার্যত হতাশ মধ্যবিত্ত। এক নজরে দেখে নিন বাজেট ২০২২-
৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান
আয়করে ছাড় নয়, জোর করকাঠামোর সরলীকরণে
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি
চলতি বছরই শুরু 5G পরিষেবা
দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবা
দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে RBI
রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটির তহবিল
৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন
২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা
পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল
জাতীয় পেনশন প্রকল্পে করছাড় ১৪ শতাংশ
চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা
সস্তা হচ্ছে যে সকল সরঞ্জাম তা হল, পোশাক, হীরে এবং মূল্যবান রত্ন, ইমিটেশনের গয়না, জুতো, চামড়ার ব্যাগ, পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, স্টিলের উপজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার, কৃষি সরঞ্জাম।
পাশাপাশি, দাম বাড়ছে বিদেশি ছাতা এবং বিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্যের।
You must be logged in to post a comment.