আনলক প্রক্রিয়া যত এগোচ্ছে ততই খুলে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে পরিষেবা। এবার পর্যটকদের জন্য খুলতে চলেছে তাজমহল এবং আগ্রা ফোর্ট। যদিও দেশ এখন দৈনিক সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই খবর টুইটারে ঘোষণা করেছেন আগ্রার জেলাশাসক এন প্রভু সিং। ১৭ মার্চ থেকে বন্ধ ছিল আগ্রার এই ঐতিহাসিক স্থাপত্যগুলি।
এদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আগরা সার্কেলের সুপারিন্টেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার জানান, মাস্ক না পরে কেউ ঢুকতে পারবেন না। আর টিকিট কাউন্টার খুলবে না। টিকিট কিনতে হবে অনলাইনে। তাছাড়া দৈনিক পাঁচ হাজারের বেশি পর্যটক তাজমহলে ঢুকতে পারবেন না। দুপুর ২টো পর্যন্ত আড়াই হাজারের বেশি পর্যটককে তাজমহলে ঢুকতে দেওয়া হবে না। আর আগরা ফোর্টে আড়াই হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন।
অন্যদিকে ২১ সেপ্টেম্বর থেকে খুলছে তাজমহল এবং আগ্রা ফোর্ট বলে খবর। মার্চের তৃতীয় সপ্তাহেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় তাজমহলের দরজা। চতুর্থ দফার আনলকে দরজা খুলতে চলেছে এই স্থানগুলির। বর্তমানে আগ্রায় সাড়ে ৬০০ কোভিড পজিটিভ রোগী রয়েছেন।
