এবার সরাসরি হুমকি ফোন। পাকিস্তান থেকে হুমকি ফোন এল দক্ষিণ মু্ম্বইয়ের দু’টি তাজ হোটেলে। ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলায় একইভাবে সন্ত্রাসবাদীরা নিশানা করেছিল এই হোটেলটিকে। হুমকি ফোনে বলা হয়েছে, তাজ হোটেল উড়িয়ে দেওয়া হবে। ফোনটি পাকিস্তান থেকে করা হয়েছে বলে দাবি করা হয়। মুম্বই পুলিশ সূত্রে খবর, ওই হুমকি ফোন আসার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সোমবার রাতে কোলাবার তাজমহল প্যালেস এবং বান্দ্রার তাজল্যান্ডস এন্ডে ল্যান্ডলাইন টেলিফোনে ওই হুমকি ফোন আসে।
উল্লেখ্য, ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলায় কাসভদের নিশানা হয়েছিল তাজ হোটেল। ওই হোটেল থেকেই আত্মগোপন করে দীর্ঘক্ষণ হামলা চালায় পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা। কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া তাজ হোটেলের গম্বুজের ছবি সন্ত্রাসবাদী আক্রমণের প্রতিবিম্ব হয়ে ওঠে। এবার ফের সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়ে ফোন আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে আরও খবর, ঠিক কোথা থেকে এই ফোনগুলি করা হয়েছে তার তদন্ত চলছে। সেগুলি কোনও জঙ্গি সংগঠনের হুমকি ফোন না কি উড়ো ফোন, তা খতিয়ে দেখা হচ্ছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে চার দিন ধরে চলেছিল মুম্বইকে সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত করার লড়াই। অন্য জঙ্গিদের মৃত্যু হলেও একমাত্র জীবিত জঙ্গি হিসেবে ধরা পড়ে আজমল কাসভ। ২০১২ সালের ২১ নভেম্বর কাসভের ফাঁসি হয়।