দেশ

ভর্তুকিহীন সিলিন্ডার এখন ৭২৫.‌৫০ টাকা

বছরের শেষ মাসের প্রথম দিনেই একবারে ১৯.‌৫০ টাকা বেড়ে গেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৭২৫ টাকা ৫০ পয়সা। নভেম্বর মাসে একইভাবে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে চার মাসে মোট ১২৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। গত মাসে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৭০৬ টাকা।

Read more