আন্তর্জাতিক

করোনা শূন্য ভো–শহর

করোনায় মৃতের সংখ্যার নিরিখে চীনকে টপকেছে ইতালি। ইতালি এখন যেন মৃত্যুপুরী। চীনের উহান প্রদেশ থেকে ছড়াতে শুরু করেছিল মারণ ভাইরাস করোনা। চীনের পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ এখন ইতালি। তবে এবার মৃত্যুপুরী ইতালিতে আশার আলো জাগিয়েছে ছোট্ট শহর ভো। করোনা আক্রান্তের সংখ্যা শূন্যতে নেমে এসেছে সেখানে। ভেনিস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভো শহর।

Read more