যোগী রাজ্যে এবার সিএএ বিক্ষোভকারীদের উপর অভিনব কায়দায় নিপীড়ন করা হল। লখনউ–এর ঐতিহাসিক ঘড়িঘরের সামনে অবস্থানে বসা ৫০ জন মহিলা বিক্ষোভকারীর কম্বল এবং খাবারের প্যাকেট নিয়ে পালিয়ে গেল পুলিশ। রাতের অন্ধকারে মহিলা বিক্ষোভকারীদের লেপ–কম্বল কেড়ে নিয়ে গেল পুলিশ। কেড়ে নেওয়া হল থালা, বাসন, খাবারও। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে যোগী সরকারের দমননীতির
Read more