ভারতীয় রেলের দ্বিতীয় কর্পোরেট ট্রেন মুম্বই-আহমেদাবাদ রুটের তেজস এক্সপ্রেস ফের চালু করেছে আইআরসিটিসি (IRCTC)। করোনা ভাইরাস সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ রেলের কর্পোরেট ট্রেনগুলো। ভারতীয় রেলের ক্যাটারিং ও ট্যুরিজম করপোরেশন জানিয়ে দিয়েছে আগামী ৭ আগস্ট থেকে পুনরায় চালু হবে মুম্বই-আহমেদাবাদ রুটের তেজস এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহে চারদিন চলবে। IRCTC জানিয়েছে সোমবার, রবিবার, শনিবার ও শুক্রবার চলাচল করবে।
Read more
You must be logged in to post a comment.