খেলাধুলা লিড নিউজ

প্রতীক্ষার অবসান, অবশেষে ভারতকে সোনা এনে দিলেন নীরজ চোপড়া

প্রতীক্ষার অবসান, অবশেষে ভারতের ঝুলিতে এল কাঙ্খিত সোনা। জ্যভেলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। অলিম্পিকে জ্যভেলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে এক নম্বরে থেকে ফাইানালের টিকিট নিশ্চত করেন ভারতের নীরজ চোপড়া। ফাইনালেও ছুড়লেন সবচেয়ে দূরে। ফলে তাঁর সোনা জয়ের আশা শেষ পর্যন্ত বেশি ছিল, এবং তাই হল। ষষ্ঠ রাউন্ডের শেষে ভারতের নীরজ চোপড়া সবার উপরে থাকলেন।

Read more