কথিত আছে, কোজাগরী পূর্ণিমার আগের দিন তারাপীঠ মহাশ্মশানের এক শ্বেত শিমুল গাছের নীচে বশিষ্ঠ ঋষি দেবীর শিলামূর্তি পেয়েছিলেন। দিনটি ছিল অশ্বিন মাসের শুক্লা চতুর্দশী। তবে ওই মূর্তি একসময় কালের গর্ভে হারিয়ে গিয়েছিল। জনশ্রুতি, পরে মা তারার স্বপ্নাদেশ পান জয়দত্ত সওদাগর। তখন বাংলায় শাসন করছেন পাল রাজারা। জয়দত্ত সওদাগরই ফের নদীগর্ভ থেকে শিলামূর্তি উদ্ধার করেন এই
Read more